Let's know about our charity causes around the society

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে একটা বড় ওয়ারড্রপ উপহার
মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক সম্মানিত এক উপদেষ্টার অর্থায়নে মানবিক শওকত হোসেন পিপিএম ভাইয়ের নির্দেশনায় নগরির শীতল ঝর্ণায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে একটা বড় ওয়ারড্রপ উপহার দেয়া হয়।
Read More
মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিতদের মাঝে হুইলচেয়ার বিতরণ।
গত ২২শে ডিসেম্বর রোজ শুক্রবার নগরীর ওয়াইজেদিয়াই বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে স্থানীয় কিছু সুবিধা বঞ্চিতদের মাঝে মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সার্ভ ফর স্মাইলের অর্থায়নে হুইলচেয়ার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাইফুল্লাহ মনসুর প্রেসিডেন্ট সার্ভ ফর স্মাইল, মানবিক পুলিশ শওকত(পিপিএম) প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, জনাব রতন সেন কার্যকরী কমিটির সদস্য বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, […]
Read More
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা দুর্গম পাহাড়ী এলাকায় টিউবওয়েল টিউবওয়েল স্থাপন
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা দুর্গম পাহাড়ী এলাকায় ১৬০ ফুট খনন করে মুসাইদাহ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী প্রবাসী মোহাম্মদ রুবেল ভাইয়ের অর্থায়নে মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় টিউবওয়েল স্হাপন করা হয়েছে। এটি খুবই দুর্গম একটি এলাকা মেইন রোড থেকে ৩০/৪০ মিনিট উঁচুনিচু পাহাড় হেটে তারপর যেতে হয়। এখানের মানুষ খুব কষ্টে দিনানিপাত করে পানির জন্য তাদের অনেক সমস্যায় পড়তে হতো। […]
Read More