109,M R Centre, 3rd Floor, Batali Road, Enayet Bajar, Kotowali, Chittagong, Bangladesh

হাটহাজারীতে বন্যা কবলিত মানুষের পাশে মুসাইদাহ ফাউন্ডেশন

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বন্যা কবলিত শিকারপুর ও তার আশেপাশে বিভিন্ন ওয়ার্ডে সামাজিক ও মানবিক সংগঠন মুসাইদাহ ফাউন্ডেশন, কায়সার আলী চৌধুরী ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬০০ মানুষের একবেলা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক শওকত হোসেন পিপিএম, মুসাইদাহ ফাউন্ডেশন এর সভাপতি লায়ন মোঃ আবু হাসান, স্থানীয় মেম্বার জনাব মোঃ কামাল, রুবেল, হাসিব, বাপ্পু, রিয়াজ, শফিউল আজম, আজিজ, মাহির, তৈয়ব, রিপন, ইসমাইল প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রামে গত কিছু দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় অন্যান্য উপজেলার মতো হাটহাজারীতেও নিচু এলাকা বন্যায় প্লাবিত হয়।

মুসাইদাহ ফাউন্ডেশন এর সভাপতি লায়ন মোঃ আবু হাসান বলেন, আমরা মানবিক কাজে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করি। আজকে হাটহাজারী বন্যা এলাকায় ৬০০ মানুষের জন্য খাবারের ব্যাবস্থা করি। এসময় আরো কয়েকটি সংগঠন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সকলের সার্বিক সহযোগিতা পেলে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া ও অন্যান্য উপজেলার বন্যা দূর্গোত মানুষের পাশেও থাকার আশা আছে। আমি বিত্তবানদের উদাত্ত আহ্বান জানায়, বন্যা কবলিত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখুন।

Translate »