109,M R Centre, 3rd Floor, Batali Road, Enayet Bajar, Kotowali, Chittagong, Bangladesh

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা দুর্গম পাহাড়ী এলাকায় টিউবওয়েল টিউবওয়েল স্থাপন

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা দুর্গম পাহাড়ী এলাকায় ১৬০ ফুট খনন করে মুসাইদাহ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী প্রবাসী মোহাম্মদ রুবেল ভাইয়ের অর্থায়নে মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় টিউবওয়েল স্হাপন করা হয়েছে।

এটি খুবই দুর্গম একটি এলাকা মেইন রোড থেকে ৩০/৪০ মিনিট উঁচুনিচু পাহাড় হেটে তারপর যেতে হয়। এখানের মানুষ খুব কষ্টে দিনানিপাত করে পানির জন্য তাদের অনেক সমস্যায় পড়তে হতো। এখন থেকে আলহামদুলিল্লাহ সহজেই পানির অভাব দুর হয়ে যাবে ২৩-২৫ পরিবার এই টিউবওয়েলর পানি পান করতে পারবে🖤🖤

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ছোট ভাই আরিয়ান মামুনকে।

ঈসালে সওয়াব এর উদ্দেশ্যে সদগায়ে জারিয়া হিসেবে আপনারা চাইলে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, সাদ ইবনে উবাদা রা.-এর অনুপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন। আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, তবে কি তার কোনো উপকারে আসবে? বললেন, হাঁ। সাদ রা. বললেন, আমি আপনাকে সাক্ষী রাখছি যে, আমার ‘মিখরাফ’ নামক বাগানটি আমার মা’র জন্য সদকা। সহীহ বুখারী, হাদীস ২৭৫৬

Translate »